ঢাকা টাওয়ার ডেস্ক
চীনের হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে দেশটির
রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০:২০ মিনিটের দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে অধ্যাপক ইউনূস গতকাল বুধকার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
হইনানে বোয়াও ফোরামের বকৃক্তার পাশাপাশি ড. ইউনূস জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক, চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মহাপরিচালক কু ডংইউর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়াও বিশ্বখ্যাত এবং চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।