স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে কীটনাশক পানে গৃহবধূর  আত্মহত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি
যশোর সদরের সুলতানপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে এক গৃহবধু স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন গৃহবধুর ভাই যশোরের মনিরামপুর উপজেলার লেবুগাতি গ্রামের মৃত আব্দুস সামাদ গাজির ছেলে ইয়াকুব আলী।যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় গৃহবধুর স্বামী সদরের সুলতানপুর গ্রামের মৃত অহেদ আলীর ছেলে শওকত আলীকে (৩২) আসামি করা হয়।
মামলায় ইয়াকুব আলী বলেছেন, তার বোন সুমি আক্তার বিবাদির সাথে ঘর সংসার করাকালে তাদের দুটি সন্তান জন্ম গ্রহন করে। বিবাদি প্রায় সময় সুমিকে পারিবারিক বিষয় নিয়ে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন করে। সুমি সন্তানদের দিকে তাকিয়ে জ্বালাযন্ত্রনা সহ্য করে সংসার করে আসছে। ১৩ মে শনিবার সকালে সাংসারিক বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদি শওকত আলী সুমিকে এলাপাতাড়ি মারপিট করে জখম করে। সুমিকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে। বিবাদির নির্যাতন সহ্য করতে না পেরে সুমি কীটনাশক পান করে আত্মহত্যা চেষ্টা চালায়। খবর পেয়ে সুমির মামা আমির হোসেনসহ অনেকে বিবাদি শওকত আলীর বাড়ি যেয়ে সুমিকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে পারিবারিক ভাবে আলোচনা করে মামলা দায়ের করেন