যশোরে ইয়াবা উদ্ধার গ্রেফতার-৩

যশোর প্রতিনিধি 
পুলিশ আলাদা অভিযান চালিয়ে ১শ’ ১৬পিস ইয়াবা উদ্ধার দেখিয়েছে। ইয়াবা নিজ হেফাজতে রাখা দাবি করে তিনজনকে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার মৃত আশরাফের ছেলে ঝন্টু,শংকরপুর মুরগী ফার্মগেট গাড়োয়ান পট্টির আলী ওরফে আলী ড্রাইভারের ছেলে আসীব হোসেন ও সদর উপজেলার পুকুর বাগডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার ছেলে হামিদ মোল্লা। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালী থানায় আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার ১৩ মে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, শুক্রবার ১২ মে বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের একটি টিম সাজিয়ালী গ্রামের বাবুর আলীর মুদি দোকানের সামনে হামিদ মোল্লা নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ৪১পিস ইয়াবা উদ্ধার দেখায়। অপরদিকে,কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ শুক্রবান ১২ মে সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের রায়পাড়া তুলোতলা মোড়স্থ পলকসাহা ফার্মেসীর সামনে থেকে আসীব হোসেন নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ৩০পিস ইয়াবা উদ্ধার দেখায়। এছাড়া,কোতয়ালি থানার অপর একটি টিম শুক্রবার ১২ মে সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের মণিহার সিনেমা হলের পূর্ব গলির মুখে জনৈক কামরুজ্জামানের আস্থা বেকারীর সামনে থেকে ইয়াবা বিক্রির অভিযোগে ঝন্টু নামে এক যুবক গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ৪৫পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪ হাজার ১০ টাকা উদ্ধার দেখায়।