যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মানববন্ধন
কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর প্রাঙ্গণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের শিক্ষার্থী মুসাব্বির হুসাইন এর নেতৃত্ব ‘বিশ্ববিদ্যালয়ের নিউট্রেশন এন্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এর উপর বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সুপারভাইজার বদিউজ্জামান বাদল ও সিকিউরিটি গার্ড মোঃ শাহিনুর রহমান সাগর কর্তৃক হামলার প্রতিবাদে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে’ এক মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
 উক্ত মানববন্ধন কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রেশন এন্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের শিক্ষার্থী জুবায়ের রনি, রাশেদ সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য গত ১৩ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা সড়কে জায়গাজমি বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সুপারভাইজার ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বাদল এবং সিকিউরিটি গার্ড মোঃ শাহিনুর রহমান সাগর এর হাতুড়ি পেটায় বিশ্ববিদ্যালয়ের নিউট্রেশন এন্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হয়।#