প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চুরি চেষ্টা  বাঁধা দিলে মারপিটের ঘটনায় মামলা চোর আটক

যাশোর প্রতিনিধি
যাশোরে প্রকাশ্যে দোকানে ঢুকে দোকানের ক্যাশ বাক্স স্ত্রু-ড্রাইভার দিয়ে খুলে টাকা চুরির চেষ্টা প্রতিবাদ করায় কর্মচারী ইমন হোসেন (২৩)কে এলোপাতাড়ী কিলঘুষি মেরে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গরবার ৯ মে বিকেলে মামলাটি করেন যশোর চাঁচড়া (মধ্যপাড়া) এলকার মৃত শামছুল হকের ছেলে সুমন হোসেন। মামলায় আসামী করেন, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত নামাজগ্রামের আব্দুস সাত্তারের ছেলে রহমত হোসেন। স্থানীয় জনগণ রহমত হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মামলায় বাদি উল্লেখ করেন, যশোর শহরের ৬নং ওয়ার্ড চাঁচড়া বাজার মাগুরপট্টি মোড়স্থ ঢাকা চুন ঘর নামে বাদির একটি ব্যবসায়ীর প্রতিষ্ঠান আছে। বাদি প্রতিদিনের ন্যায় গত ৯ মে মঙ্গলবার দুদুর সোয়া ১ টার পর বাদি জোহরের নামাজ পড়ার জন্য সবজিবাগ মসজিদে যায়। যাওয়ার সময় তার কর্মচারী শহরের বকচর মুড়লীর নুর ইসলামের ছেলে ইমন হোসেনকে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখতে বলে। নাজাম শেষ করে বাদি দোকানে এসে কর্মচারীকে ইমন হোসেনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ঘটনার কারণ জিজ্ঞাসা করেন। সে জানায় আসামী রহমত হোসেন দুপুর ১ টা বেজে ৪০ মিনিটের সময় বাদির দোকানে ঢুকে দোকানের ক্যাশ বাক্স স্ত্রু-ড্রাইভার দিয়ে খুলে টাকা চুরির চেষ্টা করে। তখন কর্মচারী ইমন হোসেন আসামী রহমতকে চুরি করতে বাঁধা দিলে আসামী ইমনকে কিল ঘুষি মেরে আহত করে। এক পর্যায় ইমনকে ইট দিয়ে মাথার বাম  চোখে বরাবর কপালে আঘাত করলে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয় জনতা দেখে চোর রহমত হোসেনকে আটক  করে মারপিট করে। বাদি পুলিশকে খবর দিলে পুলিশ এসে চোর রহমত হোসেনকে হেফাজতে গ্রহন করে। আহত ইমন হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে থানায় এসে মামলা করেন। চোর রহমতকে বুধবার আদালতে সোপর্দ করে।#