পরিচালক হয়ে প্রথমবার মিরপুরে এলেন আসিফ আকবর

Share

গত ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। চট্টগ্রাম বিভাগ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হয়েছেন তিনি। দেশের বাইরে থাকায় হোম অব ক্রিকেটে আসতে পারেন তিনি। কিন্তু আজ নায়কের বেশে বিসিবিতে এসেছিলেন আসিফ।

বৃহস্পতিবর (৩০ অক্টোবর) দুপুরে মিরপুরের সবুজ গালিচায় পা রাখেন আসিফ আকবর। এ সময় এক ক্ষুদে ভক্তর ছবি তোলার আবদার মেটান তিনি। এরপর হাবিবুল বাশার সুমনসহ কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায় আসিফকে।

চলমান টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বিসিবির বেশির ভাগ পরিচালকরা রয়েছেন চট্টগ্রামে। ঢাকায় বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেনরা। এর মাঝেই মিরপুরে আসলেন আসিফ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছিলেন আসিফ আকবর।

চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হওয়ার জন্য লড়াইয়ে নামলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালে আফিসের পথ আরও সহজ হয়ে যায়।

উল্লেখ্য, বিসিবিতে পরিচালক পদে বিজয়ী হওয়ার পর বিয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন তিনি।

 

Read more