তরুণদের রাজনীতি থেকে দূরে রাখা বিপজ্জনক সংকেত: তাসনিম জারা

Share

দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ হওয়া সত্ত্বেও তাদের রাজনীতি থেকে দূরে রাখার প্রবণতাকে বিপজ্জনক সংকেত হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, তরুণদের সম্পৃক্ত করতে না পারলে রাজনীতির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে এবং এই ব্যর্থতার দায়ভার রাজনৈতিকদেরই বহন করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. তাসনিম জারা বলেন, সাধারণ জনগণ খুব ভালোভাবেই বোঝে কোথায় তাদের বঞ্চিত করা হচ্ছে। তৃণমূল থেকে চায়ের দোকান পর্যন্ত মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায়, তারা নিজেদের অধিকার ও ন্যায়বিচার সম্পর্কে যথেষ্ট সচেতন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের পরিবারে হতাশা, ক্ষোভ ও বঞ্চনা বহু বছর ধরে জমা হয়ে আছে। চাকরির জন্য ঘুষ দিতে হয়। ন্যায়বিচারের জন্য বছরের পর বছর ঘুরতে হয়। নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয়। এই পরিস্থিতিগুলো দেশের মানুষ গভীরভাবে বোঝে বলেই তাদের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ কারণেই অনেকেই অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমেছেন এবং জীবনের ঝুঁকি নিতেও পিছু হটেননি।

এনসিপির এই নেত্রী বলেন, দেশের অসম অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠার পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের যোগসাজশ কাজ করেছে। এর ফলস্বরূপ, সম্পদ কিছু মানুষের হাতে জড়ো হয়েছে, আর সাধারণ মানুষ থেকে গেছে অসুবিধা ও দুঃখের ওপর নির্ভরশীল অবস্থায়। দেশের মোট জনসংখ্যার বড় অংশই ২৫ বছরের নিচে। এই বিশাল প্রজন্ম দেশ নিয়ে ভাবছে, অবদান রাখতে চায়, পরিবর্তনের পথে হাঁটছে। তাদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা রাষ্ট্র ও রাজনীতিবিদদের অন্যতম দায়িত্ব।

Read more