যশোরে পুলিশের আলাদা অভিযান ফেনসিডিল ও গাঁজা উদ্ধার গ্রেফতার-৫

যশোর প্রতিনিধি 
পুলিশ আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের বকচর (করিম পাম্প লেদ মিস্ত্রি সোহেলের বাড়ির ভাড়াটিয়া) মৃত বাবু মোল্যার ছেলে ভাসান মোল্যা, শহরের শংকরপুর ( গোলপাতা মসজিদ) এলাকার আসিফের ছেলে অপূর্ব হাসান,ঝিনাইদহ জেলার মহেষপুর থানার মাটিলা ( মাঝপাড়া) এলাকার মৃত আজিবর মন্ডলের ছেলে বাবুল আক্তার,পূর্ব বারান্দী মোল্যাপাড়া (নদীর পাড়) এলাকার আজিজুল আজিম বাবুর ছেলে আসিকফুল আজিম বাধন ও ফরিদপুর জেলার সদর উপজেলার বাগুনড়া বর্তমানে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া আমতলা  ( মোশারফ এর বাড়ির ভাড়াটিয়া) আব্দুর রব বাবুর ছেলে ইমন হোসেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে চারটি মামলা হয়েছে।
কোতয়ালি থানা  পুলিশ জানায়, বুধবার বিকেল সোয়া ৫ টায় গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বারান্দী মোল্যাপাড়া আমতলা গ্রামের অগ্রনী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অভিযান চালিয়ে আসিফুল আজিম বাধন ও ইমন হোসেনকে ২শ’ গ্রাম গাঁজাসহ,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, ডিবি’র এসআই আব্দুল্লাহ আল মামুনসহ একদল পুলিশ বুধবার ৩ মে রাত পৌনে ৯ টায় যশোর টু ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন চুড়ামনকাটি বাজারস্থ জয়নালের চায়ের দোকানের সামনে থেকে বাবুল আক্তারকে ২৫ বোতল ফেনসিডিলসহ একটি পালসার মোটর সাইকেলসহ জব্দ করেন। কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ বুধবার দিবাগত গভীর রাত ৪ মে রাত ১ টার পর শহরের সার্কিট হাউজ পাড়া কামরুল এর বাড়ির সামনে থেকে অপূর্ব হাসান সকালকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ২শ’ ১০ গ্রাম গাঁজা উদ্ধার দেখায়। এছাড়া, কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিম বুধবার ৩ মে সন্ধ্যা সাড়ে ৭ টায় সদর উপজেলার রামনগর আমতলার মোড়স্থ সিদ্দিক ট্রেডার্স এর সামনে থেকে ভাসান মোল্যাকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ২শ’ ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।#