যশোর শিক্ষাবোর্ডে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে কামাল উদ্দিন আহম্মেদ নামে এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ কামাল উদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার শেখহাটি (মুক্তিযোদ্ধা ইসহাক সড়ক ) মৃত মহিউদ্দিন আহম্মেদ এর ছেলে ।  বুধবার ৩ মে সন্ধ্যায় মামলাটি করেন, যশোর সদর উপজেলার শেখহাটি (বাবলাতলা) গ্রামের মৃত ইমান আলী মোড়লের ছেলে বোর্ডের নিরাপত্তা অফিসার এম এম আনিছুর রহমান।।
মামলায় তিনি উল্লেখ করেন, আসামী কামাল উদ্দিন আহম্মেদ পূর্বে যশোর শিক্ষাবোর্ডের অফিসের বিভিন্ন পুরাতন কাগজপত্র ক্রয়ের নিলামে অংশগ্রহন করে সে কাজ পায়। সেই সুবাদে গত ১৩ মার্চ এসএসসি পরীক্ষার কাজে ব্যবহৃত সিকিউরিটি খাম ক্রয় করার জন্য ইজিপি  এর মাধ্যমে টেন্ডার কল করা হয়। উক্ত আসামী চলমান ইজিপিতে ( টেন্ডার) অংশ গ্রহন করে। ইজিপি কার্যক্রম যাচাই বাছাই চলাকালীন সময়ে চলমান ২০২৩ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষাবোর্ডের সামনে রেখে লেবারের মাধ্যমে অফিস রুমে নেওয়ার সময় গত ৩ মে দুপুর ২ টায় শিক্ষাবোর্ড অফিসের মুল ভবনের প্রবেশের গেটের সামনে উক্ত আসামী লেবারদের কেন্দ্র থেকে ফেরত আসা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় লিখিত উত্তরপত্রের বস্তা বহনকারী লেবার সবুর (৬২) এর নিকট থেকে নিয়ে ফেলে দিয়ে তাকে চড়থাপ্পড় দেয় এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার কাজে ব্যবহৃত সিকিউরিটি খাম ক্রয় করার জন্য ইজিপি এর মাধ্যমে টেন্ডারের কাজটি তাকে না দিলে সে শিক্ষাবোর্ডের  কোন সরকারি কাজ করতে দিবে না বলে চিৎকার চেছামেছি করতে থাকে এবং হুমকী ধামকী প্রদান করতে থাকে। তখন শিক্ষাবোর্ডের কর্মরত আনসার সদস্য গৌরাঙ্গ বিশ্বাস, ইতুমীর শেখ, বোর্ডের উপ-সচিব জাহানারা খাতুন, কামরুজ্জামান, মাসুদুর রহমান, আরিফুল ইসলামসহ আরো অনেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কামাল উদ্দিন আহম্মেদকে শান্ত করার চেষ্টা করে এবং আসামীকে বাদির অফিসে নিয়ে আসে। উক্ত আসামী আসামী সরকারি অফিস চলাকালীন সময়ে অফিসের সামনে এসে সরকারি কর্তব্যকাজে বাধা প্রদান করায় বাদি ঘটনার বিষয়ে অবগত হয়ে কোতয়ালি থানা পুলিশে সংবাদ দিলে তৎক্ষনিক থানা পুলিশ এসে  ঘটনার বিষয়ে উপস্থিত সাক্ষীসহ বাদির নিকট জেনে ও শুনে আসামীকে থানা পুলিশ হেফাজতে গ্রহন করে। পরবর্তীতে বাদি ঘটনার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে পুলিশের সহায়তায় ধৃত আসামীকে নিয়ে থানায় যেয়ে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে।