যাশোরের মণিরমপুরে সরকারি জমি নেট দিয়ে ঘেরার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হুমকি

যশোর প্রতিনিধ  সরকারি রাস্তার জমি নেট দিয়ে ঘিরে দেয়ার প্রতিবাদ করায় আব্দুল কাদের (৫৫) নামে এক ব্যবসায়ীকে গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা কোদলাপাড়ায়।

বাগডোপ গ্রামের আব্দুল কাদের অভিযোগ করেছেন, তিনি কোদলাপাড়া গ্রামের যশোর-রাজগঞ্জ সড়কের পাশের দোকান ভাড়া নিয়ে জ্বালানী তেলের ব্যবসা করেন। ওই দোকানের পাশে বাড়ি গোলাম মওলার স্ত্রী সাথী খাতুনের। সাথী খাতুন তার জমির সীমানা ছাড়াও রাস্তার পাশের জমি নেট দিয়ে ঘিরে রাখে। এতে যানবাহন চলাচলসহ তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তিনি নেট নেয়ার কারন জানতে চাইলে ওই নারী ক্ষিপ্ত হয়। তাকে অকখ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি নিয়ে শালিক মিমাংশ করলেও ওই নারী তা মানেননি।
গত ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে রাস্তার ওপর পেয়ে তাকে গালিগালাজ করে। নিষেধ করলে সাথী খাতুন বটি দিয়ে তাকে মারতে উদ্যোত হয়। পরে তিনি এই বিষয়ে মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। #