যশোর রাজারহাটে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর নিহতর ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি
শনিবার ২৯ এপ্রিল সন্ধ্যায় যশোর খুলনা মহাসড়কের সদর উপজেলার রাজারহাট মোড়ে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী আব্দুস সালাম মন্টু (৫৬) নিহতর ঘটনায় কোতয়ালি থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাত ১২ টার মামলাটি করেন,যশোরসদর উপজেলার বিজয়নগর গ্রামের জাহাতাব বিশ^াসের ছেলে নিহতর ছোট ভাই আলমগীর হোসেন। মামলায় অজ্ঞাতনামা গাড়ীর অজ্ঞাতনামা চালককে আসামী করেন।
মামলায় আলমগীর হোসেন উল্লেখ করেন,তার আপন বড় ভাই আব্দুস সালাম মন্টু পেশায় একজন গ্রাম্য ডাক্তার। গত শনিবার ২৯ এপ্রিল বিকেল তিনি তার ছেলে মোঃ ছামিউল ইসলামকে জামিয়া উমার বিন খাত্তাব রাঃ মোহাম্মদ নগদ গল্লামারি খুলনা মাদ্রাসায় ভর্তি করে তার ব্যবহৃত বাজাজ সিটি যার রেজিষ্ট্রেশন নং যশোর হ-১৬-৫৬১৯ যোগে বাড়ি ফিরছিল। রাত সাড়ে ৭ টায় যশোর সদর উপজেলার রাজারহাট মোড়ে পৌছালে অজ্ঞাতনামা গাড়ীর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে আব্দুস সালাম মন্টুর মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি রাস্তার উপর পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে ঘন্টা দেড় পরে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক যানবাহনের সন্ধান করতে পারেনি।#