যশোরের পদ্মবিলায় পিকআপ ও বাসের মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যুতে মামলা

বিশেষ প্রতিনিধি
শুক্রবার ২৮ এপ্রিল সকালে যশোর খুলনা মহাসড়কের পদ্মবিলা হিরো মটরস ফ্যাক্টরীর সামনে পিকআপ ও বাসের মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালক সুজন হাওলাদার (৩০) নিহতর ঘটনায় কোতয়ালি থানায় বাসের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। শুক্রবার ২৮ এপ্রিল সন্ধ্যায় কোতয়ালি থানায় মামলাটি করেন,পিকআপ চালকের বড় ভাই বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা (রাজাপুর) গ্রামের ইব্রাহীম হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার। মামলায় আসামী করেন, ময়মনসিংহ ব-১১-০২১৩) বাসের অজ্ঞাতনামা চালককে।
মামলায় বাদি উল্লেখ করেন, তার ছোট ভাই সুজন হাওলাদার একজন পিকআপ চালক। সে ঢাকা মেট্টো ন-১৩-৩৭৬৩) নম্বরের পিকআপ ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ২৮ এপ্রিল শুক্রবার সুজন হাওলাদার তার পিকআপ চালিয়ে খুলনা হতে যশোর আসার সময় সকাল পৌনে  ৭ টার সময় যশোর সদর থানাধীন পদ্মবিলা গ্রামস্থ হিরো মটরস ফ্যাক্টরীর সামনে পৌছালে যশোর থেকে খুলনা গামী একটি বাস যার রেজি নং ময়মনসিংহ ব-১১-০২১৩ বাসের অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে সুজন হাওলাদারের পিকআপের সামনে আঘাত করলে সুজন হাওলাদারের পিকআপের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। সুজন হাওলাদার পিকআপের মধ্যে আটকা পড়ে। বাসের চালক বাস ফেলে দ্রুত পালিয়ে যায়। সুজন হাওলাদারকে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে ঘন্টা দুই পরে মারা যায়। পুলিশ দূর্ঘটনায় কবলিক পিকআপ ও বাস হেফাজতে নিয়েছেন।