যশোর চৌগাছায় জমি ভাগাভাগি নিয়ে হামলা,মাতব্বর গুরুতর আহত

Share

যশোর অফিস
যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে মৃত হায়দার আলীর জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় কাজেম আলী (৬৬) নামে এক গ্রাম্য মাতব্বর গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হায়দার আলীর স্ত্রী লতিফা হায়দার, বড় ছেলে ইমামুল হাসান রুবেল, ছোট ছেলে আল ইমরান বাবু ও মেয়েরা লাভলী, লাকি ও বিউটির মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মোর্তজা রাসেলকে বঞ্চিত করতে পরিবারের একাংশ ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে আমিন (সার্ভেয়ার) দিয়ে হায়দার আলীর সম্পত্তি পরিমাপ ও ওয়ারিশ অনুযায়ী ভাগাভাগির কাজ চলছিল। এ সময় গ্রাম্য মাতব্বর কাজেম আলী, শফিকুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ভাগাভাগি শুরু হলে আল ইমরান বাবু ও তার বোন লাভলী বাধা দেন। একপর্যায়ে তারা সানাউল্লাহর ছেলে রফিকুল ইসলাম, ইমামুল, আবির ও সুজনকে নিয়ে মাতব্বরদের ওপর হামলা চালান। এতে কাজেম আলী গুরুতর আহত হন।
আহতের স্বজনরা জানান, দুপুর দেড়টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক ডা. সজল অধিকারী জানান, মারধরের পর কাজেম আলীর হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ফলে তার শারীরিক অবস্থা অবনত হয়। তবে চিকিৎসা সঠিকভাবে চললে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয়রা জানান, মৃত হায়দার আলী ছিলেন চৌগাছা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা। তার মৃত্যুর পর থেকেই পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Read more