যশোরে সামান্য বিষয় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি
সামান্য বিষয় নিয়ে পারভেজ রানা (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ২৭ এপ্রিল দুপুরে মামলাটি করেন সদর উপজেলার তরফ নোয়াপাড়া (টুনটুনির মোড়) এলাকার এরশাদ আলীর স্ত্রী মোছাঃ সালমা বেগম। মামলায় আসামী করেন, একই এলাকার আক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ ও মৃত মোসলেমের ছেলে মিঠুন।
মামলায়  মোছাঃ সালমা বেগম উল্লেখ করেন, আব্দুল্লাহ বাদির গ্রামের এলাকার বিভিন্ন বাড়িতে যেয়ে বিদ্যুতের কাজ করে বেড়ায়।বাদির ছেলে পারভেজ রানা ঢাকাতে গার্মেন্টেস এর ব্যবসা করে। গত ঈদুল ফিতর উপলক্ষ্যে বাদির ছেলে বাড়িতে ঈদ করতে আসে। বৃহস্পতিবার ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় বাদির বাড়ির মেইন গেটের সামনে একটি বিদ্যুতের তার কেটে দেওয়ার জন্য পারভেজ রানা আব্দুল্লাহকে বললে সে তার কাটবে না বলে তর্ক বির্তক শুরু হলে আব্দুল্লাহ সহযোগী মিঠুন ঘটনাস্থলে এসে পারভেজ রানার সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায় আব্দুল্লাহ ধারালো চাকু দিয়ে বাদির ছেলেকে কোমরের বাম পাশে এলোপাতাড়ীভাবে আঘাত করতে থাকে। পারভেজ রানা প্রান বাঁচাতে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসলে আসামীরা দ্রুত সটকে পড়ে।  গুরুতর আহত অবস্থায় পারভেজ রানাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতির কারনে ঢাকায় রের্ফাড করেন। বর্তমানে পারভেজ রানা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।#