যশোরে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে ধারালো চাকুসহ সন্ত্রাসী গ্রেফতার

যশোর প্রতিনিধি 
যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে চাকু নিয়ে অবস্থান করে কারাগারের আরপি গেটের লাইট ভাংচুরের অভিযোগে কারা কর্মকর্তা শুকুর আলী শেখ নামে এক উঠতি বয়সের সন্ত্রাসীকে একটি ধারালো চাকুসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। শুকুর আলী যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া (আমতলা নদীর পাড়) এলাকার ছিদ্দিক শেখ এর ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার ডেপুটি জেলার আব্দুর রহিম মন্ডল জানান, ঈদুল ফিতরের দিন অর্থাৎ ২২ এপ্রিল বিকেলে এক যুবক কারাগারের কম্পাউন্ডের ভিতরে মুল প্রবেশ গেট (আরপি গেট) এর সামনে একজন উঠতি বয়স্ক যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে।বাদি উক্ত সংবাদ পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করে সাথে কারারক্ষীসহ বিকেল সাড়ে ৩ টার পর এক ব্যক্তি ইট পাটকেলসহ কেন্দ্রীয় কারাগারের সামনে আরপি গেটের লাইট ভাংচুর করছে। তৎক্ষনিক বাদি সঙ্গীয় কারারক্ষীদের সহায়তায় উঠতি বয়সের যুবক সন্ত্রাসী শুকুর আলীকে আটক করে। শুকুর আলী পাকা রাস্তার উপর পড়ে গেলে সামান্য আহত হয়। পরে থানায় খবর দিলে থানা থেকে পুলিশ এসে শুকুর আলীকে হেফাজতে নেওয়ার সময় তার প্যান্টের পকেটে থাকা একটি ধারালো চাকু উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা দেন। উঠতি বয়সের সন্ত্রাসী শুকুর আলীকে আদালতে সোপর্দ করেন পুলিশ।#