ঢাকা অফিস : রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। একটি হেলিকপ্টারে করে পানি দেয়া হচ্ছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টারে দিকে রাজধানীর অন্যতম বৃহৎ হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পেয়ে ৬টা ১২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪৭টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘সকাল ৬টা ১০ মিনিটে আমরা বঙ্গবাজারে আগুন লাগার সংবাদ পাই। এর পর ৬টা ১২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।’
সব শেষ খবর অনযায়ী ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত্রের কারণ, ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো খবরও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।