ক্রিয়া প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে মিরপুরে আজ(রবিবার) অনুশীলনে করেছে স্বাগতিক বাংলাদেশ দল। কিন্তু এদিন দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না দলনেতা সাকিব আল হাসান।
ঠিক কোন কারণে অনুশীলনে ছিলেন না সাকিব, সে বিষয়ে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, বিশ্রামে রয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। দ্বিতীয় দিনের অনুশীলনে দলের সঙ্গে ঠিকই যোগ দেবেন সাকিব আল হাসান।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে জিতেছে ২-১ ব্যবধানে। সাকিবদের সামনে এবার টেস্ট মিশন। আগামী মঙ্গলবার আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।