মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে মারপিট টাকা লুটপাটের ঘটনায় তিনজনের নামে থানায় মামলা

যশোর অফিস যশোর সদরের নারাঙ্গালী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শরিফুল ইসলামকে মারপিট ও টাকা লুটপাটের ঘটনায় তিনজনের নামে থানায় মামলা হয়েছে। এই মামলায় পুলিশ আসলাম গাজী নামে এক আসামিকে আটক করেছে। আটক আসলাম গাজী একই গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে।
এই মামলার পলাতক আসামিরা হলো, আটক আসলাম গাজীর ভাই মহাসিন আলী এবং একই গ্রামের সিদ্দিক গাজীর ছেলে কামরুল ইসলাম।
বাদী শরিফুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। তিনি যশোর সদর উপজেলার নারাঙ্গালী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করছিলেন। টাকা পয়সা লেনদেন সংক্রান্তে আসামিদের সাথে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ১৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে ওষুধ কেনার উদ্দেশ্যে নারাঙ্গালী বাজারের নিতাই ফার্মেসীতে যান। এরপরে আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারপিট করে কাছে থাকা দেড় হাজার টাকা লুটপাট করে নেয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করায়। এই ঘটনায় মামলার পরে পুলিশ আসলাম গাজীকে আটক করেছে। #