যশোরে সড়ক দুর্ঘটনায় হকার নিহত

Share

 যশোর প্রতিনিধি 

যশোরে মিজানুর রহমান (৬০) নামে এক হকার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পালবাড়িতে এদুঘটনা ঘটে।

নিহত হকার শহর তলীর মমিন নগর নওদাপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
হাসপাতালে স্বজনেরা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে,বাড়ি থেকে বেকারির হকারি মালামাল নিয়ে শহরের দিকে যাওয়ার পথে,পালবাড়ি ইমদাদের ফলের দোকানের সামনে পৌছালে পিছন দিক থেকে আসা কাবার্ড ভ্যান তার শরীরের উপর দিয়ে উঠে গেলে ভিকটিম পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম মৃত্যু ঘোষণা করে বলেন হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ পরবর্তী কার্যক্রমের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি)ফারুক আহাম্মদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

Read more