খুলনায় আব্দুল রাশেদ বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জেলার রূপসা উপজেলার বাগমারা এলাকায় শনিবার (১০ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে তাকে গুলি করা হয়।
বিকুল বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
রূপসা থানার ডিউটি অফিসার জনি জানান, নিহত বিকুলের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।