মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত,আইসিইউতে ভর্তি

Share

যশোর অফিস
যশোরের মনিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে মনিরামপুরের ঢাকুরিয়া ব্রহ্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আব্দুর রহিম মৃত মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে। তিনি মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের ঝাপা খানা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Read more