আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধা, যশোর হাসপাতালে ভর্তি

Share

যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধা নারী আহত হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে ঝিকরগাছার দোস্তপুর গ্রামের নিজ বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে।
আহত নারীর নাম আকলিমা বেগম (৭০)। তিনি মৃত গোলাম মোর্শেদের স্ত্রী এবং দোস্তপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে তীব্র শীতে আগুন পোহানোর সময় হঠাৎ তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গুরুতর দগ্ধ হয়ে আহত হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Read more