যশোরে তিন নাশকতার মামলায় আ.লীগের চার নেতাকর্মী আটক

Share

যশোর অফিস
 যশোরে পৃথক অভিযানে তিনটি নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানা সূত্র জানায়,২জানুয়ারি এড়েন্দা বাজার থেকে আওয়ামী লীগের দেয়াড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন ওরফে বাবু (৫৫) এবং শহরের ষষ্টিতলা পাড়া থেকে কর্মী ফয়সাল হোসেন (৩৮) কে আটক করা হয়। জেলা বিএনপির কার্যালয়ে আগুন, লুটপাট ও ভাঙচুরের মামলার সন্দেহভাজন আসামি তারা।
এছাড়া শহরের বেজপাড়া মাহফুজ সড়ক এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সোহাগ (৪৮) এবং নওয়াপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা শহিদুল ইসলাম (৫০)কে আটক করা হয়। তারা পৃথক বাসে আগুন ও সড়ক নাশকতার মামলার সন্দেহভাজন আসামি।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান,আটক চারজনকে ৩ ডিসেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।

Read more