যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)–এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার ছুটিপুর বাজার সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যের নাম তরিকুল ইসলাম (৩২)। তিনি মৃত আহাম্মদ আলীর ছেলে এবং শার্শা উপজেলার ফুলশর গ্রামের বাসিন্দা। তিনি খুলনা ব্যাটালিয়নে কর্মরত রয়েছেন এবং বর্তমানে ছুটিতে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ছুটিপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ডান পায়ে গুরুতর হাড়ভাঙা জখম হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।