ভিলা ছাড়তে হতে পারে মার্টিনেজকে

Share

গেল বার নিজের মুখেই ঘোষণা দিয়েছিলেন অ্যাস্টন ভিলা ছাড়ার। শেষ ম্যাচ খেলেছেন বলে চোখের জলও মুছেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বার্মিংহামের ক্লাবটির সমর্থকদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। কিন্তু সেবার আর যাওয়া হয়নি তাঁর, শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে নিতে পারেনি।

এখন অবশ্য অ্যাস্টন ভিলারই গোলপোস্ট সামলাচ্ছেন তিনি। কিন্তু গুঞ্জন রয়েছে, জানুয়ারিতে দল বদলে এবার সত্যি সত্যিই অ্যাস্টন ভিলা ছেড়ে যাবেন এমিলিয়ানো। অন্যভাবে বললে, বছর তেত্রিশের এই গোলকিপারকে অ্যাস্টন ভিলাই ছেড়ে দেবে। যদিও এই মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন তিনি– ১৫ ম্যাচে ১২টি গোল খেলেও পাঁচটি সেভ করেছেন। যদিও ক্লাবটির সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে এই আর্জেন্টাইনের। তবে তাঁকে বিক্রি করে দিতে চাচ্ছে ক্লাবটি।

ইংল্যান্ডের ডেইল মিররের খবর, এমিলিয়ানোকে নেওয়ার ব্যাপার আগ্রহ রয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যামের। তবে তাঁর সঙ্গে অনেক ‘যদি-কিন্তু’ জড়িয়ে রয়েছে। ইতালিয়ান দৈনিক গ্যাজেত্তার খবর অনুযায়ী, ইন্টার মিলান এই জানুয়ারির দল বদলে তাদের বর্ষীয়ান গোলরক্ষক ইয়ান সোমেরকে ছেড়ে দিতে পারে। সেখানে তাদের পছন্দ টটেনহ্যামের গোলরক্ষক জুগিলিমো ভিকারিও। যদি এই ডিলটা তারা করতে পারে, তাহলে টটেনহ্যাম এমিলিয়ানোকে নেওয়ার প্রস্তাব দেবে অ্যাস্টন ভিলাকে।

আর এমিলিয়ানোকে ছেড়ে বার্সার জার্মান গোলরক্ষক টেরস্টেগানকে নেবে বার্মিংহামের ক্লাবটি। তবে আর্জেন্টিনার এমিলিয়ানোকে ছাড়ার জন্য ৪০ মিলিয়ান ইউরোর অঙ্কটিতে স্থির রয়েছে অ্যাস্টন ভিলা। টটেনহ্যাম এই অঙ্কটা দিতে পারলেই কেবল এমিলিয়ানোকে ছাড়বে ভিলা।

গোল পোস্টের নিচে এমিলিয়ানো কতটা অপরিহার্য, তা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বুঝে নিয়েছে ভিলা। তবে পেশাদারিত্বের বাইরেও এমিলিয়ানো বড্ড বেশি আবেগি। গত মৌসুমে তাঁর সঙ্গে কোচ উনাই এমরির সম্পর্ক ভালো ছিল না। মূলত এই কারণেই দল ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।

এখনও যে কোচের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে, তাও নয়। তবে এই মুহূর্তে ইংলিশ লিগে দারুণ ফর্মে রয়েছে ক্লাবটি। ৩৫ বছরের মধ্যে এই প্রথমবার ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা সাত জয় পেয়েছে তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এই মুহূর্তে তালিকায় ৩ নম্বরে রয়েছে। দলের অন্যতম ভরসা ওয়াটকিনসের কাছ থেকে প্রত্যাশামতো গোল পাচ্ছেন না কোচ। সে ক্ষেত্রে একজন কার্যকরী ফরোয়ার্ডকে লোনে নেওয়ার লক্ষ্য আছে অ্যাস্টন ভিলার। কিন্তু তাদের হাতে অর্থ নেই, তাতে এমিলিয়ানোকে কোনো ক্লাবে ধারে দিয়ে একজন ফরোয়ার্ড নিতে পারে তারা।

তবে বিশ্বকাপের আগে আগে নতুন কোনো দলে যাওয়াটাও এমিলিয়ানোর জন্য চ্যালেঞ্জিং। কারণ, যেখানেই যাক না কেন, তাঁকে দলের প্রধান গোলরক্ষক থাকার নিশ্চয়তাটা থাকতে হবে। বিশ্বকাপের আগে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসে থাকলে চলবে না। সে ক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের প্রস্তাবই হবে তাঁর জন্য মঙ্গলজনক।

Read more