যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই নারীকে ছুরিকাঘাত

Share

যশোর অফিস 
যশোর শহরের বারান্দি পাড়া সদ্দারপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই নারীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন স্মৃতি (৩০),এবং শারমিন (২৫)। তারা উভয়েই বারান্দি পাড়া সদ্দারপাড়া মসজিদ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বারান্দি পাড়া সদ্দারপাড়া মসজিদের সামনে একই এলাকার আলামিন (২০),পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর হামলা চালায়। এসময় অভিযুক্ত আলামিন ছুরি দিয়ে স্মৃতির বাম হাতের কব্জির ওপর কোপ দিলে তিনি গুরুতর জখম হন। হামলার সময় শারমিন এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়।

Read more