যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবক আটক

Share

যশোর অফিস 
যশোরে নয় বছরের এক শিশুকে পান–সুপারি দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২১ ডিসেম্বর বেলা ১১টার দিকে অভয়নগর উপজেলার মালাধরা গ্রামে। পরে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হলে তদন্তে ঘটনার সত্যতা পায় পুলিশ। সোমবার রাতে নিজ এলাকা থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম মিন্টু মোল্লা। তিনি মালাধরা গ্রামের মিজানুর রহমানের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান সাংবাদিকদের বলেছেন,ঘটনার সময় শিশুটির মা ও বাবা কেউই বাড়িতে ছিলেন না। এ সুযোগে মিন্টু মোল্লা ওই বাড়িতে গিয়ে শিশুর কাছে পান–সুপারি চান। পরে পান–সুপারি আনতে শিশু ঘরে গেলে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটির ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে মিন্টু মোল্লা ঘর থেকে বের হয়ে পালিয়ে যান।
পরবর্তীতে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে পুলিশে অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত মিন্টু মোল্লাকে আটক করে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Read more