যশোরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

Share

যশোর অফিস 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোরের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং বাকি পাঁচজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সকালে সদরের ইছালী ইউনিয়নের মনোহরপুর পূর্বপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে মো. তুহিন আলী(২৩)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়া বিকেলে কাশিমপুর ইউনিয়নের রাহেলাপুর ঈদগাহ পাড়া এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ মাহফুজুর রহমান (২৪)কে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীনের নেতৃত্বে মোবাইল কোর্টে তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঝিকরগাছা উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করা হয়। কৃষ্ণনগর ডাকবাংলোর পিছন এলাকা থেকে হাফিজুর রহমান (৪০) ও মো. রবিউল ইসলাম (৪৫)কে প্রত্যেকের কাছ থেকে ৫ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়। একই এলাকায় মো. আজিম (৫৫)কে ১৫ গ্রাম এবং কাউড়িয়া প্রাইমারি স্কুলের পাশে মো. আলমগীর (২২)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেক আসামিকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

Read more