যশোর অফিস
যশোরে নাশকতার দুটি পৃথক মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে যশোর সদর ও শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।পরে সোমবার (২২ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার এসআই ইলিয়াছ হোসেন জানান,২০২৪ সালের ৪ আগস্ট যশোর জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন আওয়ামী লীগের একটি মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলার সন্দেহভাজন হিসেবে রোববার রাতে যশোর সদর উপজেলার রুপদিয়া বাজার এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। তারা হলেন স্বেচ্ছাসেবক লীগ কচুয়া ইউনিয়ন শাখার সভাপতি মুক্ত খান (৪০) ও সাধারণ সম্পাদক আসলাম মোল্লা।
অপরদিকে কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দে জানান, চলতি বছরের ২৯ অক্টোবর রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ডিজিটাল ছাপাখানায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির জন্য গোপনে প্যানা তৈরির সময় পুলিশ অভিযান চালায়। এ সময় দুজনকে আটক করে প্যানা জব্দ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় রোববার রাত সাড়ে ১১টার দিকে আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন আওয়ামী লীগের দেয়াড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার কৃষি বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান মুকুল (৫০)এবং ঘুরুলিয়া গ্রামের মৃত দ্বীন আলী বিশ্বাসের ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল হান্নান (৪৬)।
পুলিশ জানায়, আটক চারজনকে সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।