যশোর জেলা অপরাজিত চ্যাম্পিয়ন

Share

যশোর অফিসঃ
যশোরে সোমবার শেষ হয়েছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব (জোন–৩)। টুর্নামেন্টে অপরাজিত থেকে জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক যশোর জেলা দল।
¯’ানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত জোন ফাইনালে যশোর জেলা দল ৪–১ গোলের ব্যবধানে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করে। যশোরের হয়ে সোনিয়া খাতুন দুটি গোল করেন। এছাড়া প্রিয়া খাতুন ও জয়া মন্ডল একটি করে গোল যোগ করেন। ঝিনাইদহ জেলার একমাত্র গোলটি করেন রুনা খাতুন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ¯’ানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন,ব্র্যাক ব্যাংকের রিজিওনাল হেড আবু সাইদ,যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান ও এ জেড এম সালেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাহমুদ রিবন।

Read more