যশোর অফিসঃ
যশোরে সোমবার শেষ হয়েছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব (জোন–৩)। টুর্নামেন্টে অপরাজিত থেকে জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক যশোর জেলা দল।
¯’ানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত জোন ফাইনালে যশোর জেলা দল ৪–১ গোলের ব্যবধানে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করে। যশোরের হয়ে সোনিয়া খাতুন দুটি গোল করেন। এছাড়া প্রিয়া খাতুন ও জয়া মন্ডল একটি করে গোল যোগ করেন। ঝিনাইদহ জেলার একমাত্র গোলটি করেন রুনা খাতুন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ¯’ানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন,ব্র্যাক ব্যাংকের রিজিওনাল হেড আবু সাইদ,যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান ও এ জেড এম সালেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাহমুদ রিবন।