যশোরে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

Share

যশোর অফিস 
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন,যশোর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর উদ্যোগে ‘মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত যশোর জিমনেসিয়াম (ইনডোর)-এ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ১৬টি দল অংশগ্রহণ করে, প্রতিটি দলে ছিলেন দুইজন করে খেলোয়াড়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।
ফাইনাল খেলায় অন্তু ও রাফি চ্যাম্পিয়ন এবং সামি ও জাহিদ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন অন্তু। চ্যাম্পিয়ন দলকে ১২ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার্সআপ দলকে ৮ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।
খেলা শেষে উপপরিচালক পারভীন আখতার মাদকের কুফল ও প্রতিকার বিষয়ে বক্তব্য রাখেন। পরে খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয় এবং বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের চারজন নারী খেলোয়াড় মাধুর্য, মুগ্ধ, ঐশি ও কুয়াশাও অংশগ্রহণ করেন।

Read more