যশোর অফিস
যশোরে ‘ডেভিল হান্টফেস–২’ অভিযানে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন বানচালের উদ্দেশ্যে ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়ায় গুলির ঘটনায় করা মামলায় এবং বোমা হামলা, ভোটকেন্দ্রে হামলা ও নাশকতার আশঙ্কায় এসব নেতাকর্মীকে আটক করা হয়। আটক ১২ জনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।