যশোর অফিস
যশোর কোতোয়ালি থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির একাধিক ধারার মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করে জেলহাজতে রাখার আবেদন করেছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান,১৬ ডিসেম্বর বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, আসামিরা জামিনে মুক্তি পেলে আসন্ন জাতীয় নির্বাচনে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কা রয়েছে। মামলার তদন্ত চলমান থাকায় তদন্তের স্বার্থে তাদের জেলহাজতে রাখা প্রয়োজন প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন মামলার তদন্তকারী অফিসার এসআই শাহিনুর ইসলাম।