যশোর অফিস
স্কুলছাত্রী নাদিয়া আক্তারের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আদালতে আরও একটি পিটিশন মামলা করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) নাদিয়ার ফুফা রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলাম এ মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে থানায় আগে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
পিটিশনে বলা হয়, ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাদিয়াকে দীর্ঘদিন ধরে নাজমুল ইসলাম উত্যক্ত ও প্রতারণার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তুলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ করা হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে নাদিয়া।
গত ৮ ডিসেম্বর রাতে নাজমুলের বাড়ির সামনে আমগাছে ওড়না পেঁচিয়ে নাদিয়া আত্মহত্যা করে বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ঘটনার বিচারের দাবিতে রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে পরিবার ও এলাকাবাসী।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, আদালতের পিটিশন এখনো থানায় পৌঁছায়নি। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।