যশোরে জমির প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে কুপিয়ে আহত ১

Share

যশোর অফিস
যশোর সদর উপজেলার রূপদিয়া ইউনিয়নের সাড়াপোল এলাকায় জমিতে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে চাপাতির আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তি শরিফুল ইসলাম (৪৫)। তিনি মৃত আব্দুল হাকিমের ছেলে এবং সাড়াপোল রূপদিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার (১৪ দুপুরে আনুমানিক ২টার দিকে জমিতে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ আব্দুল খালেক (৬০)সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন শরিফুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা চাপাতি দিয়ে শরিফুল ইসলামের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Read more