যশোর অফিস
যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম বৈশাখী (২২) ওই এলাকার শহীদের মেয়ে ও মনিরামপুর উপজেলা রাজগঞ্জ গ্রামের সোহাগের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,বাবার বাড়িতে অবস্থানকালে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বৈশাখী। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।