যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Share

যশোর অফিস 
যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো দাবি, এটি কোনো আত্মহত্যা নয়, বরং প্রেমিক নাজমুল কর্তৃক সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই নির্মম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রেমিক নাজমুল-এর অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি নিয়ে রোববার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এক মিছিল ও মানববন্ধন করেছে পরিবার ও স্থানীয়রা।
মানববন্ধনে অংশগ্রহণকারী নাদিয়া আক্তার-এর স্বজন ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন,নিহত নাদিয়া-র সাথে একই গ্রামের যুবক নাজমুল-এর প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের গভীরতা বাড়লে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়। নাজমুল সেই শারীরিক সম্পর্কের মুহূর্তের ভিডিও ধারণ করেন এবং তা ব্যবহার করে নাদিয়াকে লাগাতার ব্ল্যাকমেইল করে আসছিলেন। এক পর্যায়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয়। এই মানসিক চাপের মুখে নাদিয়া গত ১১ ডিসেম্বর রাত আটটার দিকে নাজমুল-এর বাড়িতে যান এবং তাকে বিয়ের দাবি জানান। স্বজনদের দাবি, বিয়ের দাবি প্রত্যাখ্যান করে নাজমুলসহ তার পরিবারের সদস্যরা নাদিয়া আক্তার নদীকে মারপিট করে। এরপর তারা নাদিয়ার মরদেহ উঠানে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়। পরবর্তীতে নাদিয়া-র পরিবারকে খবর দেওয়া হয়। তারা নাজমুলসহ এ ঘটনার সাথে জড়িত ফাইজুর, কামাল, হোসেন, মিজারুল, বাবলু, নাইম, রিয়াজ ও নাসির-এর আটক ও ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে নাদিয়ার স্বজন শিল্পি বেগম, সকিনা আক্তার, জলি খাতুন সহ স্থানীয় বহু মানুষ অংশ নেন। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের মাধ্যমে প্রধান অভিযুক্ত প্রেমিক নাজমুলের ফাঁসির দণ্ড কার্যকর করার দাবি জানান। তাদের মতে, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড,কোনোভাবেই আত্মহত্যা নয়।

Read more