যশোর অফিস
যশোর সদর ফাঁড়ি পুলিশের অভিযানে ১০ বোতল অবৈধ মদসহ আব্দুল আজিজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শংকরপুর সরকারি মুরগির ফার্ম এলাকার বাদশার বাড়ির ভাড়াটিয়া।
বুধবার সকাল ১০টার দিকে বড়বাজার ঝলাইপট্টি এলাকায় হোটেল নীরবের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাত হোসেন জানান,তল্লাশিতে আজিজের ব্যাগ থেকে ১০ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়।
আটক আজিজ স্বীকার করেছেন,তিনি দীর্ঘদিন ধরে মদ বিক্রি করে আসছেন। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।