যশোর প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় মধ্যরাতে তানভীর (২২) নামের এক যুবক খুনের ঘটনায় দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন জানান,ঘটনার পরপরই কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের যৌথ টিম এলাকায় অভিযান চালায়। আনসার ক্যাম্প এলাকার সোনা মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে সোনা মিয়াকে আটক করা হয়। পরে ওই বাড়ির ছাদ থেকে হত্যায় ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। এঘটনায় একই এলাকার সাক্ষর নামে আরেক যুবককেও আটক করা হয়েছে। ওসি বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক লেনদেন নিয়ে বিরোধের জেরে তানভীরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে,শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচটি ককটেল ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়। অভিযান চলাকালে তানভীর সেখান থেকে পালিয়ে যান।আটকদের জবানবন্দি অনুযায়ী, উদ্ধার হওয়া ককটেলগুলো তানভীরের ছিল।পালানোর পর তিনি বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নিলে সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়,রাত সোয়া ১২টার দিকে আনসার ক্যাম্পের পেছনে তানভীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে এসে তানভীরের পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
যশোরে মধ্যরাতে যুবক হত্যার ঘটনায় দুই যুবক হেফাজতে,বার্মিজ চাকু উদ্ধার