যশোরের একাধিক বিস্ফোরক মামলার আসামি মুরাদকে ককটেল বোমা সহ গ্রেফতার

Share

যশোর প্রতিনিধি 
যশোরের একাধিক বিস্ফোরক মামলার আসামি মুরাদকে ককটেল বোমা সহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। সদর উপজেলার চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্র এলাকা থেকে শনিবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার আসামী হলো সদর উপজেলার পুলেরহাট (শিশু জেলখানা রোড) এলাকার কবিরের ছেলে মুরাদ।
র‌্যাব-৬ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, শনিবার পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর উপজেলার চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্র এলাকায় একজন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য ও গোলাবারুদ নিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শোয়া ১২টার দিকে, অভিযান পরিচালনা করে মুরাদকে গ্রেপ্তার করা হয়।একটি টিপ চাকু ও এক রাউন্ড ‍গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রেলগেট সংলগ্ন চোরমারা মাঠে তার হেফাজতে রক্ষিত ককটেল বোমা সহ দেশীয় অস্ত্র (হাসুয়া, কুড়াল ও রোড) আছে। তার স্বীকারোক্তিতে শনিবার সাড়ে ৩ টার দিকে, যশোর শহরের  রেলগেট সংলগ্ন চোরমারা মাঠের পার্শ্বে একটি ডোবা জমির পাড়ে ঘাসের জঙ্গলের ভেতর হইতে ০২ (দুই) টি ককটেল বোমা, ০৩ টি হাসুয়া, ০১ টি কুড়াল, ০১ টি লোহার রড, উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতার মুরাদ (২২) এর নিজ হাতে বাহির করে দেয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ মুরাদ এর বিরুদ্ধে দুইটি বিস্ফোরক আইনের মামলা বিচারাধীন রয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

Read more