সংবাদ বিজ্ঞপ্তি।
মিঠে শীতের অঘ্রাণে ডুবে থাকা অপরাহ্ণের উঠোনটা হয়ে উঠেছে ঠিক যেন চারু কারুর এক ক্যানভাস। ধানের গোলাঘর, গরুরগাড়ি, রঙিন কচ্ছপ ও রিকশাসহসহ রকমারি সব ক্রাফটসগুলো দীপ্তি ছড়াচ্ছে শিল্পের নান্দনিকতার। ফেলে দেওয়া নারিকেলের ছোবড়া, কার্টন, আইসক্রিমের কাঠি ও কাগজ কেটে শৈল্পিক সব শোপিস বানিয়েছে ব্রাদার টিটোস হোমে অধ্যয়নরত কঁচিকঁাচারা। আর তাদের তৈরি এসব হস্তশিল্পগুলোর একেকটিতে ফুটে উঠেছে- শিশুমনের কল্পনা, নিষ্ঠা পরিশ্রমের অসাধারণ এক সমন্বয় ও সাধনা।
শনিবার যশোর শহরের লালদিঘি পাড়ে শিশুদের স্কুল ব্রাদার টিটোস হোমে অনুষ্ঠিত হয় ‘বিটিএইচ হ্যান্ডিক্রাফটস এঙ্িিবিশন-২০২৫’। প্রদর্শনীতে ২৮ স্টলে স্থান পায় অভিভাবক এবং বিটিএইচে পড়–য়াদের নিজ হাতে তৈরি করা অজস্র রকমের হস্তশিল্প।
প্রদর্শনীতে দেখা যায়, স্কুলটিতে পড়–য়া শিশু ও তাদের অভিভাবকেরা মাশরুম গড়েছে ‘ক্লে’ দিয়ে। পাটের সুতা দিয়ে তৈরি করেছে কেউ কেউ দৃষ্টিনন্দন ওয়াল শোপিস। আর আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়েছে গরুর গাড়ি। কেউবা আবার সুতা দিয়ে তৈরি করেছে রিকশা ও সুদৃশ্য বোতল।
এদিনের এই প্রদর্শনীতে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। বিটিএইচ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তৈরি চৌদ্দটি টি-শার্ট নিলামে স্থান পায়। সর্বনিম্ন একশ’ এবং সর্বোচ্চ আট হাজার টাকা মূল্যে টি-শার্টগুলো বিক্রি হয়। নিলাম থেকে একত্রিশ হাজার পঞ্চাশ টাকা সংগ্রহ।
স্কুল সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও নিলাম থেকে অর্জিত টাকা দিয়ে শীতের মোজা, হাতমোজা ও কানটুপি কেনা হবে। আর সেগুলো বিতরণ করা হবে শ্রমজীবী ও সাধারণ মানুষদের মধ্যে।
প্রদর্শনীতে তিনটি পুরস্কার দেওয়া হয়। এ বছর বেস্ট ক্রিয়েটিভিটি (গার্ডিয়ান) অ্যাওয়ার্ড জিতেছেন- বিটিএইচ কেজি শ্রেণির আয়েশা নাজিফার মা। বেস্ট ক্রিয়েটিভিটি (স্টুডেন্ট) অ্যাওয়ার্ড জিতেছে বিটিএইচ কেজি শ্রেণির রিসলিয়া রাবাব। বেস্ট স্টল পুরস্কার জিতেছে বিটিএইচ নার্সারি শ্রেণির জারিফ ও জিসানের মা। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী মাসুদ পারভেজ, সাংবাদিক শিকদার খালিদ ও সালমান হাসান রাজিব।