যশোর অফিস
যশোরের শার্শা থানার পশ্চিম কোটা গ্রামে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি পশ্চিম কোটা পাঁচ কাইবা গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে।
উপ-পরিদর্শক শেখ আবুল কাশেম শার্শা থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দেড়টার দিকে ইমরানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার দখল থেকে ইয়াবা উদ্ধার দেখানো হয়। পরে তাকে থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে।