যশোরে শার্শা সীমান্তে ৫৯৭ বোতল ভারতীয় সিরাপ আটক

Share

যশোর অফিস 
যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযানে ৫৯৭ বোতল ভারতীয় এস্কাফ ও উইনসেরেক্স সিরাপ (মাদক) আটক করেছে খুলনা-২১ বিজিবি। শনিবার ভোরে ব্যাটালিয়নের কায়বা ও গোগা বিওপি এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানিয়েছে,কায়বা এলাকায় ১১৭বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং গোগা এলাকায় ৪৮০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read more