যশোর অফিস
জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সভা শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কৃষক নেতা জিল্লুর রহমান ভিটু।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, জেলা নেতা মিজানুর রহমান, অনিল বিশ্বাস, সবর আলী, পলাশ বিশ্বাস, আসাদুজ্জামান পিল্টু, সাধন বিশ্বাস ও সিরাজুল ইসলাম।
বক্তব্যে কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, দেশে ফ্যাসিবাদের অবস্থা এখনো কাটেনি। ইরি মৌসুম সামনে বাজারে সারের সংকট, ধানের ন্যায্য দাম না পাওয়া, চালের মূল্যবৃদ্ধি ও কৃষিখাত নিয়ে বিদেশের সঙ্গে গোপন চুক্তির সমালোচনা করেন তিনি। বামপন্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, কৃষক–কৃষি ও দেশকে রক্ষায় ইউনুস সরকারের পদত্যাগ ও বৃহত্তর বাম ঐক্যের বিকল্প নেই।
সভায় সার সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা আয়োজন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান এবং ৩১ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি আগামী ৩১ মার্চ জেলা সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।