যশোর অফিস: ছবি সংগৃহীত:
যশোরের শার্শার নাভারণ রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবুল হোসেন (২৩) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসে করে নাভারণে ফিরছিলেন বাবুল হোসেন। পথিমধ্যে তিনি ট্রেনের দরজার পাশে বসে ছিলেন। ট্রেনটি নাভারণ স্টেশনে প্রবেশ করার সময় প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লেগে হঠাৎ ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বাবুল দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।
ঘটনার পর যশোর জিআরপি ও শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।