যশোর অফিস
জমি জমা বিরোধের জের হিসেবে যশোরের ঝিকরগাছা উপজেলায় চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে আব্দুর রাজ্জাকের সঙ্গে তার আপন ভাই শহিদুল ইসলাম (৫০), ভাতিজা নাজমুল ইসলাম (২৮) এবং ভাবি আকলিমা বেগমের (৪৫) তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তারা রাজ্জাকের বাড়িতে গিয়ে লোহার শাবল ও লাঠিসোটা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।