যশোরে বিদেশি অস্ত্র মাদক চালান মামলায় মূল সহযোগী ইন্দুর মামুন আটক

Share

যশোর অফিস 
যশোর সদর উপজেলার মধুগ্রামে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজার চালান মামলার অন্যতম কারিগর জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুন (৩০)কে ডিবি পুলিশ আটক করেছে। তিনি সদর উপজেলার সুজালপুর হঠাৎ পাড়ার মৃত মোদাচ্ছের হাওলাদারের ছেলে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়,৩০ নভেম্বর গভীর রাতে অস্ত্র গুলি ও গাঁজাসহ লিটন গাজী (৩৮)কে আটক করা হয়। তিনি ছিলেন বাহক চালান কক্সবাজারে পৌঁছে দেওয়ার জন্য ৭০ হাজার টাকা পাচ্ছিলেন। আদালতে জবানবন্দীতে লিটন এই চালানের মালিক, মধ্যস্থতাকারী ও অর্থ বিনিয়োগকারীদের নাম প্রকাশ করেন। তাদের একজন ইন্দুর মামুন।
জবানবন্দীর সূত্র ধরে ৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় সুজালপুরে নিজ বাড়ি থেকে মামুনকে আটক করা হয়। পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, যাতে অস্ত্র চালানের মূল হোতাদের পরিচয় আরও স্পষ্ট হয়।
তদন্ত কর্মকর্তা আরও জানান, একই রাতেই অভিযুক্ত আরেক বিনিয়োগকারী যশোর শহরের পুরাতন কসবার লিচুতলা এলাকার কালাপালিয়ে যায়। তাকে আটকে তথ্য–প্রযুক্তিসহ বিভিন্ন কৌশল ব্যবহারের কথা জানিয়েছে পুলিশ।
আটক মামুনকে ৪ ডিসেম্বর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read more