ঢাকায় প্রথমবার মঞ্চায়িত হচ্ছে শব্দ থিয়েটারের ‘শয়তান’

Share

যশোর অফিস 
কাহলিল জিবরানের ‘স্যাটান’ গল্প অবলম্বনে নির্মিত শব্দ থিয়েটারের জনপ্রিয় নাটক ‘শয়তান’ আগামী ৬ ডিসেম্বর শনিবার ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে প্রথমবারের মতো মঞ্চায়িত হতে যাচ্ছে। এর আগে দেশের বিভিন্ন জেলায় মোট ৭ বার সফলভাবে প্রদর্শিত হয়েছে নাটকটি।
নাট্যকার ও নির্দেশক মাস্উদ জামান মানবচেতনা, পাপ–পুণ্য, নৈতিকতা ও আত্মদ্বন্দ্বের দার্শনিক প্রশ্নকে কেন্দ্র করে নাটকটির মঞ্চরূপ নির্মাণ করেছেন। শব্দ থিয়েটার জানায়, ‘শয়তান’ দর্শকদের শুধু বিনোদন নয়, চিন্তার গভীরে নিয়ে যাবে।
নাটকের টিকিট মূল্য রাখা হয়েছে ১০০ টাকা ও ২০০ টাকা। টিকিট পাওয়া যাবে শো–এর দিন জাতীয় নাট্যশালার কাউন্টার এবং অনলাইনে।
ঢাকায় প্রথম প্রদর্শনী উপলক্ষে আজ বৃহস্পতিবার যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্উদ জামান, প্রচার সম্পাদক পিয়াশ মন্ডল, দপ্তর সম্পাদক তানভীর হাসান ও অভিনেতা বনিফেস। তারা জানান, দর্শকদের আগ্রহ ও প্রশংসাই রাজধানীতে আয়োজনের মূল অনুপ্রেরণা। শব্দ থিয়েটার আগামী ৬ ডিসেম্বরের প্রদর্শনীতে সবার উপস্থিতি কামনা করেছে।

Read more