যশোর অফিস
চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব যশোরে সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারন সম্পাদক তসলিম উর রহমান, সিপিবির সাধারন সম্পাদক আবু হাসান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলার আহবায়ক শাহজান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।