যশোরে ইউনিয়ন পরিষদ সচিবদের ৫ দফা দাবিতে যশোরে স্মারকলিপি

Share

যশোর অফিস 
চাকরি জাতীয়করণ ও দশম গ্রেডে উন্নীতকরণসহ পাঁচ দফা দাবিতে যশোর জেলায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবর ডাকযোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শাখার সভাপতি ও ফতেপুর ইউনিয়নের সচিব জাকির হোসেনের নেতৃত্বে এ স্মারকলিপি পাঠানো হয়।
সমিতির নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দাবি আদায়ের কার্যক্রম চালানো হচ্ছে। বর্তমানে জেলার সব ইউনিয়ন পরিষদের সচিবগণ নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন। তবে দাবি পূরণ না হলে আগামী ১২ ডিসেম্বর থেকে কর্মবিরতিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

Read more